গত ২১ অক্টোবর ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মীরসরাই (ইউসাম) কর্তৃক আয়োজিত ‘ইউসাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি পরীক্ষা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। মীরসরাইয়ের সাতটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনেকটা উৎসবমুখর পরিবেশে ইউসামের অনন্য আয়োজন ইউসাম ভর্তি প্রস্তুতি পরীক্ষা সম্পন্ন হয়। উপজেলার মীরসরাই কলেজ ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ এই দু’টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.১৫ থেকে পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় অংশগ্রহণ করে মীরসরাইয়ের বিভিন্ন কলেজের ২০০ জনের অধিক শিক্ষার্থী। এই আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা ও অভিভাবকরাও অনেকটা উচ্ছ্বসিত।
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং মেডিকেল এই চারটি গ্রুপে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। উচ্চ শিক্ষার প্রথম ধাপ তথা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতিকে আরো শাণিত করতে এবং ভর্তি পরীক্ষার নিয়ম-পদ্ধতি, প্রশ্নের ধরণ ইত্যাদির সাথে শিক্ষার্থীদেরকে পরিচিত করাতে ইউসাম প্রতি বছরই এই পরীক্ষার আয়োজন করে আসছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের থেকে প্রতিটি গ্রুপে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে।
ইউসাম সভাপতি মেজবাহুস সালেহীন রায়হান এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিনের সার্বিক তত্ত্বাবধানে ইউসাম কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং সাধারণ সদস্যরা দু’টি কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
Leave a Reply