রনি হোসেন, কেশবপুর
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে চলছে মধুমেলা। যশোরের কেশবপুর উপজেলায় আয়োজিত এ মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে বালিশ মিষ্টি। মেলায় বসানো দোকানে একেকটি মিষ্টি তৈরি করা হয় দেড় কেজি ওজনের। বিক্রি হয় প্রতিটি দেড় হাজার টাকায়।
মিষ্টির ওই দোকান ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় গত শনিবার রাতে। কেউ ছবি তুলছেন, কেউবা দাম জানতে চাইছেন। অনেকেই পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন।
মিষ্টির দোকানের মালিক পরিতোষ নন্দী বলেন, মধুমেলার প্রথম দুই দিন মিষ্টি কম বিক্রি হলেও এখন বেশ ভালোই বিক্রি হচ্ছে।
Leave a Reply