রনি হোসেন, কেশবপুর
কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল একাদশের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল মাঠে ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে গত শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম সরদার, জয়টেক্স এর স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন ও জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু। রাত সাড়ে দশটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তালা ভলিবল একাদশ ৪-১ সেটে বাবর আলী ভলিবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন তালা ভলিবল একাদশকে নগদ ৩০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। রানার্সআপ বাবর আলী ভলিবল একাদশকে নগদ ২০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন জয় টেক্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সহ উপস্থিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারি মোস্তাফিজুর রহমান বাবু। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারি আবু সাঈদ। জাজমেন্টের দায়িত্ব পালন করেন আব্দুর রাজ্জাক শেখ, গোলাম মোস্তফা সরদার, মশিউর রহমান গাজী ও রহিম জোরদার। মাঠ কমিটির দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান রানা, নুরুল বিশ্বাস, শাহাদাত সরদার ও আব্দুল কুদ্দুস। দারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার মহির উদ্দিন মাহি। সার্বিক সহযোগিতা ছিলেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান টুটুল ও হযরত জোয়ারদার। খেলা দেখতে দূর-দূরত্ব থেকে খেলা প্রেমিকগনরা খেলা দেখতে ভীড় জমায়। খেলার মাঠে এলাকার মহিলা দর্শকের উপস্থিতি ছিলো লক্ষকরার মতো। কখনো দাড়িয়ে আবার কখনো বসে দর্শকরা খেলা দেখার জন্য ভীড় জমায়। কেউ কেউ তাঁদের পছন্দের দলের খেলা দেখে হাতে তালি দিয়ে আনন্দ করে। উপজেলার পাঁজিয়া থেকে আসা দর্শক রনি হোসেন বলেন, অনেক দূর থেকে এসেছি খেলা দেখতে, যেখানে খেলা হয় সেখানে খেলা দেখার জন্য ছুটে যায়। এখানে খুব ভালো খেলা হচ্ছে।
Leave a Reply