পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
যশোর কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপ ছোট কাগজের আয়োজনে স্বনামধন্য কবিদের উপস্থিতিতে এক ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জুলাই) সন্ধ্যায় পাঁজিয়া বিপ্রতীপ ছোট কাগজ কার্যালয়ে সংগঠনের সম্পাদক কবি নয়ন বিশ্বাসের সভাপতিত্বে এবং কবি রিয়াজ লিটনের সঞ্চালনায় এ আড্ডায় উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত কাব্যালোকের ট্রাস্টি কবি নূরুল্লাহ মাসুম, কবি জেবুন্নেসা হেলেন। কবি খসরু পারভেজ, কবি মকবুল মাহফুজ, কবি আবু হাচান সরদার, কবি অনুপম ইসলাম, কবি বাশার মাহফুজ, কবি তৃষা চামেলি, মুফতি তাহেরুজ্জামান তাছু, কবি অলোক বসু বাপী, কবি টিপু সুলতান, কবি মাহমুদুল মামুন, কবি অমিয় পাল প্রমুখ। কবি, শিল্পীদের উপস্থিতি ও কবিতা পাঠে মুখর হয়ে ওঠে বিপ্রতীপ কার্যালয়। শিল্পী উজ্জ্বল ব্যানার্জী ও কাব্য চক্রবর্তীর মন মাতানো গানে অতিথিদের আরও মুগ্ধ করে তোলে।
সংগঠনের সম্পাদক কবি নয়ন বিশ্বাস অতিথিদের হাতে তুলে দেন বিপ্রতীপ এর প্রকাশনা। কবি খসরু পারভেজ, কবি উজ্জ্বল ব্যানার্জী ও কবি মাহমুদুল হাসান মামুন তাঁদের কবিতার বই অতিথিদেরকে উপহার দেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠে প্রানবন্ত।
Leave a Reply