পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
যশোরের কেশবপুরে সুষ্ঠু সংস্কৃতির বিকাশে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ বিনির্মাণে করণীয় শীর্ষক এক বৈঠকি আড্ডার আয়োজন করা হয়। রবিবার (২ জুলাই) আষাঢ় সন্ধ্যায় কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠী তার নিজস্ব কার্যালয়ে ওই বৈঠকি আড্ডার আয়োজন করে। কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের সঞ্চালনায় বৈঠকি আড্ডায় অংশগ্রহণ করেন, কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি ও যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এ্যাডঃ আবু বকর সিদ্দিকী, কেন্দ্রীয় খেলাঘর কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর কমিটির সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, কবি ও মধু গবেষক খসরু পারভেজ, ওয়ার্ড পরিচালক ও উদীচীর উপদেষ্টা সৈয়দ আকমল আলী, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ হালদার , প্রথম আলো কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, খেলাঘর কেশবপুরের ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল আলম, উদীচীর কোষাধ্যক্ষ অজয় ঘোষ , সাংগঠনিক সম্পাদক তন্ময় রায়, অনুষ্ঠান সম্পাদক কামরুজ্জামান, সদস্য শিব সিংহ প্রমুখ।
উদীচীর শুভাকাংখী মাসুদ খান এবং উম্মে হাবিবা সূচনা দম্পতির উপস্থিতিতে আড্ডাকে আরো প্রাণবন্ত করে তোলে। উম্মে হাবিবা সূচনা তার প্রকাশিত গ্রন্থ উপস্থিত সকল সুধীজনদের মাঝে উপহার দেন। সংগীতের মূর্চ্ছনায় অনুষ্ঠানকে ভরিয়ে তোলেন তন্ময় রায় এবং গৌরব অধিকারী। কবিতা আবৃত্তি করেন কবি উম্মে হাবিবা সূচনা।
Leave a Reply