কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মঙ্গলবার ৫০তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে অনুষ্ঠিত ফুটবল খেলায় মুখোমুখি হয় ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।
একই মাঠে মেয়েদের খেলায় টাইব্রেকারে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-১ গোলের ব্যবধানে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply