কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
রনি হোসেন, কেশবপুর
কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৭-৬ গোলে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা শিক্ষা অফিসার জিলু্্যর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, উপজেলা বিআরডিবি অফিসার সুজন চন্দ্র চন্দ , সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাইদুল ইসলাম সাঈদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস প্রমূখ।
ফাইনাল খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণি রেফারি আতিয়ার রহমান। ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকর শেখ রেজাউল ইসলাম ও হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.