কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। শিক্ষক মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য শাহনাজ পারভিন, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী ডা. প্রশান্ত দে প্রমুখ। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী করতে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা দিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ডা. প্রশান্ত দে। অতিথিবৃন্দ বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফলে প্রত্যেক শ্রেণির প্রথম ৫ জনকে গাছের চারা দেওয়াসহ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন।
Leave a Reply