কেশবপুরে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন
আবু হুরাইরা রাসেল , রিপোর্ট।
কেশবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য আজিজুল ইসলামের নির্দেশনায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিবসটি উপলক্ষে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর পদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, একলাসুর রহমান কনক, শাহজাহান হোসেন, জাকির হাসান মিঠু, সাধারণ সম্পাদক শাহীন রেজা লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন, মাহেদিন হাসান ছোটন, খালিদ হাসান, দপ্তর সম্পাদক, মুত্তাসিন বিল্লাহ , প্রচার সম্পাদক আমিনুর রহমান,
এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা শ্রীকান্ত দাস, আফরজুল রহমান তুষার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.