কোটা নিয়ে যৌক্তিক সমাধান কামনা করি
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে এতোগুলা তাজা প্রাণ চলে যাওয়ায় আমি অত্যন্ত মর্মাহত। আমি কখনই চাইবো না কারও মায়ের বুক খালি হোক। কোটা নিয়ে আমাদেরকে অবশ্যই একটি যৌক্তিক সমাধানে আসতে হবে। সংসদের অধিবেশন না থাকায় আপাতত সংসদে এ বিষয়ে কিছু বলারও সুযোগ পাচ্ছি না। তারপরও এই বিষয়ে সকলের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই-
প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা আমাদেরই সন্তান। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যাবে না। করাটা ভুল হবে। কারণ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মোট মুক্তিযোদ্ধার সংখ্যা আমাদের মোট জনসংখ্যার মাত্র ০.২৫% ছিলো আবার রাজাকারদের সংখ্যাও ০.২৫% এর বেশি ছিলো না। মুক্তিযোদ্ধা এবং রাজাকার মিলে মোট জনসংখ্যার ১% ও ছিলো না। বাকি ৯৯% জনগোষ্ঠীকে কি আমরা ডিনাই করবো? উচিৎ হবে। তারা কি রাজাকার? মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলবো সরকার আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। সে সুযোগ সুবিধা আপনাদের নাতিপুতিরাও ভোগ করুক। অন্তত কোটার জন্য আপনাদের নাতিপুতিদের সেই সুযোগ দেওয়াটা ঠিক হবে না। কারণ দেশের ৯৯% মানুষের মুক্তিযোদ্ধা কোটা নাই। এই দেশ কি তাদের নয়? পৃথিবীর কোন আইনেই নানা/দাদার ভালো কাজ কিংবা মন্দ কাজের সুফল কিংবা কুফল তারা নাতিপুতিরা ভোগ করেন না। সবচেয়ে নিদারুণ বাস্তবতা হচ্ছে ৯৯% মানুষ যদি কোটা না চায় তাহলে তাদের সেই না চাওয়াটাই সঠিক। এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। দেশের অন্তত ৯০% মানুষ স্বাধীনতা বিরোধী নন। তারা রাজাকারও নন। সেই বিশাল জনগোষ্ঠীর চাওয়া, পাওয়া রাষ্ট্রকেই দেখতে হবে। তাহলেই এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে আপনি কোটা নিয়ে একটি যৌক্তিক সমাধান করে দিবেন। কে মেধাবী আর কে মেধাবী নন আমাদের সেই বিতর্কে যাবার সুযোগ নেই। যেহেতু দেশের ৯৯% মানুষ কোটা সংস্কারের পক্ষে। তবে কোটা আন্দোলনকারীদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা জামাত বিএনপি এবং স্বাধীনতা বিরোধীদের পাতা ফাঁদে পা দেবেন না। সরকার অবশই আপনাদের একটি শান্তিপূর্ণ এবং যৌক্তিক সমাধান দেবে।
আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রসমাজের প্রতিনিধিদের ডেকে বসবেন। চাইলে দেশের খ্যাতনামা কিছু বিশ্ববিদ্যালয়ের প্রবীন অধ্যাপক এবং কিছু বিজ্ঞ পার্লামেন্টেরিয়ানের উপস্থিতিতে একটা যৌক্তিক সমাধানে আসবেন। কদিন পরেই সংসদের অধিবেশন বসবে। সেখানে বিষয়টি উত্থাপন করে এর একটা স্থায়ী সুরাহা কামনা করি। স্মার্ট বাংলাদেশে মেধাই হোক সবচয়ে বড়ো কোটা।
Leave a Reply