ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে চিহ্নিত মাদক কারবারি সীমান্তে গাঁজা সংগ্রহ করে জেলা শহরের মহানন্দা টোল প্লাজার চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১১ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে শিবগঞ্জ বিশ্বনাথপুর বাখের আলী গ্রামের জুয়েল (২৫) কে আটক করে র্যাব।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো মেইল জানায় গ্রেফতারকৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিশেষ কায়দায় জেলা শহরে এনে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দ দল ছায়া তদন্ত শুরু করে। তার উপর নজরদারি করতে থাকে। এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস অভিযানিক দল মহানন্দা টোল প্লাজার সামনে
চেকপোস্টে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
Leave a Reply