আবু জার গিফারী খুলনা বিভাগ
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের, ব্যবস্থাপনায় ০২ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় জনসচেতনতামূলক নারী সমাবেশ দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। অতিথিরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্নক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী। জেলা তথ্য অফিসার মোঃ রমজান আলী স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়নের সদস্যগণসহ প্রায় ১৭০ জন নারী।
Leave a Reply