মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালার হরিনখোলা গ্রামে দিনের বেলায় চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক থানায় একটি অভিযোগ করেছেন বলে পুলিশ জানিয়েছে।
জানাযায়, গত ১৩ই ডিসেম্বর বুধবার হরিনখোলা গ্রামের মৃত ভবেন্দ্র নাথ মন্ডলের পুত্র হরিদাশ মন্ডলের বাড়ীতে কেউ বাড়ীতে না থাকার সুযোগে একদল চোর (ডাকাত) দল গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে স্বর্ন অলংকারসহ নগত ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। এ সময় বাড়ীর সবাই পাশের গ্রামে কবিগানের অনুষ্ঠানে গিয়েছিল।
কবিগান শেষে তারা বাড়ীতে এসে এ ঘটনা দেখতে পায়। ভুক্তভোগির অভিযোগ পেয়ে খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্য দিকে খবর পেয়ে খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন হরিদাশ মন্ডলের বাড়ীতে যেয়ে খোজ খবর নেন। তবে এ রিপোট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Leave a Reply