যশোর অফিস: বৈশাখের প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। সেই সঙ্গে লোডশেডিং ভোগান্তির মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। যশোর শহরে দিনে ও রাতে বিদ্যুৎ চলে যাচ্ছে কয়েকবার। ফলে বাড়িতেও হাসফাঁস অবস্থার সৃষ্টি হচ্ছে। চাহিদার তুলনায় কম বিদ্যুত পাওয়ায় লোডশেডিং হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
যশোর শহরের বাসিন্দারা বলছেন, গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। দিনে ও রাতে ৫ থেকে ৭ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার বিদ্যুত চলে গেলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সরবরাহ বন্ধ থাকছে। ফলে কর্মক্লান্ত মানুষ বাড়িতে ফিরেও পড়ছেন বিপাকে। গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা হচ্ছে তাদের।
বিদ্যুৎ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, যশোরে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে পূরণ করতে হচ্ছে। এছাড়া কিছু করার নেই।
যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি থেকে ৪১ দশমিক পর্যন্ত বিরাজ করছে।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক জানান, গরমে প্রচুর ঘাম ঝরায় শরীর পানি শূন্য হয়ে পড়ে। ফলে শরীর দুর্বল হয়ে পড়াসহ বিভিন্ন রোগ দেখা দেয়। পানি শূন্যতা রোধে ইফতারের পর থেকে সবাইকে দুই থেকে আড়াই লিটার পানি পান করতে বলেন।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.