কেশবপুরের গড়ভাঙ্গা বাজারে চলতি মৌসুমে আমের কেনা-বেচা শুরু হয়েছে।
রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি
পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা বাজারে নতুন আমের আমদানী শুরু হয়েছে প্রচুর কিন্তু চাহিদা মতো দাম না থাকায় আম চাষীরা হতাশ হয়ে পড়েছে।
ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের হাটবাজারের মধ্যে অন্যতম বৃহত্তম আমের হাট গড়ভাংগা বাজার । এই হাটে বর্তমানে গুটি, ভুতো বোম্বাই, বিভিন্ন প্রকার স্থানীয় জাতের আটির আম বা হিমসাগর আম বিক্রি হচ্ছে। বাজারে আসার অপেক্ষায় রয়েছে বিভিন্ন পাকা আম ল্যাংড়া গোপালভোগ রাজশাহী ফজলি ইত্যাদি।
আম চাষি নাজমুল হুসাইন জানান, গড়ভাংগা গ্রামের সফল আম চাষি হিসাবে ছিলেন আমার পিতা আব্দুল বারীক (আম বারীক)। তার পুত্র হিসাবে আমি ৩ বিঘা জমিতে আম চাষ করেছি। গত বছরও আমার আমের বাম্পার ফলন হয়েছিল এবারও অনেক ভালো ফলন হয়েছে। আম চাষের ফলনে খরচ অনুযায়ী আমের দাম পাচ্ছেন না আম চাষিরা। এবার আমের ফলন বেশি হলেও দাম কম হওয়ায় , লসের সম্ভাবনা রয়েছে ব্যাপক। বর্তমানে আমের যা দাম তা দিয়ে উৎপাদন খরচ উঠানো সম্ভব না।
বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দে জানান, কীটনাশক, শ্রমিক, ইত্যাদি খরচ মিলে আমের দাম পাচ্ছি না। এতো কম দামে আম বিক্রি করলে চাষীদের পুজি বাঁচবে কিভাবে। সারা বছর খরচ করে যদি আমের দাম কম পাই তাহলে কীভাবে চলবো। আমরা আমের সঠিক মূল্য চাই।
গড়ভাংগা বাজার ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, মৌসুমের শুরু থেকেই এবার হাট-বাজারে এখনও আমের সরবরাহ ভালো মতো শুরু হয়নি । মৌসুমের শুরু এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সব ধরনের গুটি আম পাড়া শুরু হয়েছে। প্রথমে গুটি আম ১০০০ থেকে ১২০০ টাকা মণ বিক্রি হয়েছে। কিন্তু এখন সেই আম ৮০০ টাকা থেকে ৭০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এই ভাবে মূল্য কুমতে থাকলে আমচাষীর পুঁজি বাঁচবে না। আমের ন্যায্য মূল্য না পাওয়ায় আম চাষিরা হতাশ হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.