বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কক্ষে স্কুলের প্রাক্তন ছাত্রী সালমা জাহানের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম হাতে নিয়ে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।কর্মসূচির শুভ উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম আযম মিঠু। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন, সাংবাদিক সুনীল দাস, গ্রাম ডাক্তার আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় কর্মসূচির পৃষ্ঠপোষক
সালমা জাহান বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তোলা ও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে এ কাজ চালু করেছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা
বই নির্দিষ্ট সময় শেষে ফিরিয়ে দিয়ে পুনরায় তারা নতুন বই নিতে পারবে এবং এই বইয়ের মধ্যথেকে কি জ্ঞান অর্জন করল সেটা জানতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে ।
Leave a Reply