কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বুধবার দুপুরে ৪১তম বিসিএস পরীক্ষায় চ‚ড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শওকত আরা আমিন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আছাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক দীলিপ মোদক ও সহকারী অধ্যাপক মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
বিসিএসে সুপারিশপ্রাপ্তদের ভেতর প্রশাসনে রয়েছেন উপজেলার বড়েঙ্গা গ্রামের লিয়াকত আলীর মেয়ে জিনাত সুলতানা ও সুফলাকাটি গ্রামের সমীর কুন্ডুর ছেলে সুকান্ত কুন্ডু। এ ছাড়া সাধারণ শিক্ষায় হাবাসপোল গ্রামের আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম, আড়–য়া গ্রামের লিয়াকত আলীর ছেলে বিল্লাল হোসেন ও আলতাপোল গ্রামের রুহুল আমিনের ছেলে শরীফুজ্জামান সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
Leave a Reply