তোমায় ধারণ করি
বুনো ফুল চষে মৌচাকে মধু সঞ্চয় করি
তোমায় ভালোবাসি
তোমার খবর রাখি
তোমাকে জয়ের আশায় রণাঙ্গণে
তোমাকে পাওয়ার নেশায় মৃত্যু আলিঙ্গনে
লাশ হয়ে ফিরি
কত প্রাণ হয় বলী
তবু তোমাকে জিতি
আমরা তো বীরের জাতি
মাস্টার দা সূর্য সেন খুদিরাম প্রীতিলতার নাতি
কোনো পরাভাব মানি না
শোষকের সাথে গলাগলি করি না
অধিকার আদায়ে জীবনকে বাজি রাখি
বড়ো মনে পড়ে আসাদের কথা
বড়ো মনে পড়ে নূর হোসেনের কথা
বড়ো মনে পড়ে জাফর জয়নাল
দীপালী শাহ্ মোজাম্মেল কাঞ্চনের কথা
বড়ো মনে পড়ে ডাঃ মিলনের——কথা
বড়ো মনে পড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা
মনে পড়ে বিনয় বাদল দিনেশ আর নেতাজী সুভাস বোসের কথা
তাই আজি তেজদীপ্ত চেতনায় রক্তের মালা গাথা
তোমরা ঘুমিয়ে থাকো চিরনিদ্রায়
তোমাদের রক্তের মোহনায়
অংকুরিত হবে শত চেতনায়
মুক্তির নিশান!
Leave a Reply