আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলায় চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠাখালি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (৮ জুলাই) বিকেল ৪টায় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফুটবলের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হন মিঠাখালি ফুটবল একাদশ বনাম সুন্দরবন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলায় উভয় দল ২/২ গোল করায় ম্যাচ রেফারি ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করে। ট্রাইব্রেকারে মিঠাখালি ফুটবল একাদশ ৩-২ গোলের ব্যবধানে সুন্দরবন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে আয়োজক কমিটির সভাপতি ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply