ভ্রাম্যমাণ প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ৪৬ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁকড়া’র কপোতাক্ষ সাহিত্য পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) পিপিএস-এর কার্যালয়ে সভাপতি মুহা. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি আতিয়ার রহমান। কবিতা পাঠের উপর আলোচনা করেন, কবি মুস্তাক মুহাম্মদ। কবিতা পাঠে অংশ নেন, একেএম শহিদুল্লাহ, কাজী খলিলুর রহমান, এম এম নজরুল ইসলাম, মেহেদী হোসেন, মুস্তাক মুহাম্মদ, আতিয়ার রহমান ও মুহা. আবুল কালাম আজাদ।
মাসিক সাহিত্য সভায় উপস্থিত ছিলেন, বিএসএম আলী আকবর, ড. সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা বার্ষিকী, সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন, মাসিক সাহিত্য সাময়িকী কটকতারা প্রকাশ ও পরিষদের সদস্যদের লেখা যৌথ কাব্য প্রকাশ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবিঃ
২২/০৯/২৩
Leave a Reply