মোস্তফা বকস্, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ- মৌলভীবাজারের রাজনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
পরে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের হলরুমে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের (শিক্ষার্থীদের) শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে এগারোটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরষ্কার বিতরণী করা হয়।
উপজেলা যুব উন্নয় কর্মকর্তা নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুক্তি রানি চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে ২১শে বই মেলার আয়োজন করা হয়। বই মেলায় রাজনগর উপজেলা প্রশাসন,রাজনগর উপজেলা প্রেসক্লাব,উপজেলা মাধ্যমিক অফিস, প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সংগঠনের বইয়ের স্টল বসে, এসময় মেলায় অসংখ্য ক্রেতা ও দর্শনার্থী এসে বই ক্রয় করেন।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2025 দৈনিক খবরচিত্র. All rights reserved.