মোস্তফা বকস, রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগরের তেলিজুরী ঊষা কে, জি স্কুলে স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় ঊষা কে, জি স্কুলের সহকারি প্রধান শিক্ষক হেলাল বকসে্র সঞ্চালনায় প্রধান শিক্ষক মোস্তফা বকসে্র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আর ডি আর এস বাংলাদেশের এডুকেশন ফেসিলেটর সুবেনা আক্তার, ঊষা কে,জি স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মালিক, পি টি এল এফ এর সভাপতি আনকার মিয়া, আব্দুল গফুর, লয়েচ আহমদ, সুতানা আক্তার, নুরজাহান আক্তার, নিয়ামত মিয়া,রুমি বেগম, আব্দুল আহাদ,নাজমা বেগম প্রমুখ,
এছাড়া ও উপস্থিত ছিলেন ঊষা কে, জি স্কুলের সহ শিক্ষক, মরিয়ম আক্তার, সুমাইয়া সোনিয়া, সুমনা আক্তার, জেবিন আক্তার, সুপ্তা চন্দ্র সহ অভিভাবক ও স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সিসিমপুর বাংলাদেশ ও আর ডি আর এস বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় খেলা দোলা ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.