স্টাফ রিপোর্টার।
রূপসায় শ্রীরামপুর গ্রামে মোঃ বেল্লাল মোল্লা(৩৮), পিতা মোঃ মতিয়ার মোল্লা, গত ১৪ জুন নিজের গরু বিক্রির টাকা এবং ব্যবসার টাকা। মোট ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা নিয়ে রূপসার কালীবাড়ি বাজারে মোটরসাইকেলে করে যাওয়ার পথে রাত ৯ টা ২০ মিনিটের সময় ঐ এলাকার আবু কালাম এর বাড়ির সামনে ছিনতাই কারীদের হাতে পড়ে সর্বস্ব খোয়ান। বর্তমানে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই ঘটনায় মোঃ বেল্লাল মোল্লার মা মোছাঃ খোদেজা বেগম(৫২) ১৫ জুন শ্রীরামপুর গ্রামের মোঃ ওসমান মোল্লা(৩০), মোঃ ওমর মোল্লা(২৬), নিহালপুর গ্রামের রবিউল ইসলাম(২৬) নৈহাটি গ্রামের তোহা (২৫), মুন্না (২৮) সহ অজ্ঞাত আর ৪/৫ জনের নামে রূপসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় মোঃ বেল্লাল মোল্লা(৩৮), গরু বিক্রির টাকা এবং ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে রাত ৯ টা ২০ মিনিটের সময় ঐ এলাকার আবু কালাম এর বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে অবৈধ জনতাবদ্ধে হাতে বড় গাছ কাটা দা, এস এস এর পাইপ, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র সস্ত্রে দাড়িয়ে আসামীরা পথরোধ করে ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা ব্যবহুত এন্ড্রইড রেডমি মোবাইল ফোন, ০১(এক)টি আইটেল বাটন ফোন নিয়ে নেয়।এতে বাধা সৃষ্টি করলে তারে মাথায় গুরুত্বর আহত করে। এ সময় হাত দিয়ে ঠেকাতে গেলে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্থাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসলে অবস্থা খারাপ দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পরিবার সুত্রে জানা যায় বর্তমানে হাসতালে সে মৃত্যুর সংঙ্গে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে আইনি সহায়তার ব্যাপার জোর দাবী জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.