এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
মঙ্গলবার ৬ জুন বেলা সাড়ে এগারোটার দিকে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে রাদ ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। একই গ্রামে শিশুটি অন্যদের সাথে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুজি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। ###
এস ইসলাম
০৬/০৬/২০২৩ ইং
০১৭৬৪৯৬৪৫০২
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.