স্টাফ রিপোর্টার।
যশোর ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-এর সার্বিক সহযোগিতায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
৩ জুলাই সোমবার মণিরামপুরের বাহিরঘরিয়া গোপালপুর কাচারী আমতলা মাঠে এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ থেকে পাশকৃত ভেটেরিনারিয়ানগণ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা এ চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেবা প্রদান করেন, ডা. মো. আব্দুল্লাহ আল জাবের, ডা. মো. মেহেদী হাসান (নান্নু), ডা. কামরুজ্জামান আকিমুল, ডা. ইসরাত জাহান প্রমি, ডা. মো. সাকিব আহমেদ ও ডা. মামুন উর রশিদ।
বাহিরঘরিয়া, গোপালপুর, পাড়িয়ালি, ঘুঘুদাহ, ভরতপুর গ্রামের প্রায় ১০০ খামারীর ২৯২ টি প্রাণী( গরু, ছাগল, শুকর, হাঁস-মুরগি, পোষা পাখি,খরগোশের ) চিকিৎসা, ভ্যাক্সিনেশন, পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.