শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল
: রূপসায় জেলা প্রশাসক
আজিজুল ইসলাম, খুলনা।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন ফলশ্রুতিতে শিক্ষা ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আফ্রিকাসহ অনগ্রসর দেশগুলো যখন শিক্ষায় ছেলেমেয়ের সমতা অর্জনে হিমশিম খাচ্ছে,তখন বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরেই সেই সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছাত্রদের সঙ্গে পাল্লা দিয়ে ছাত্রীদের অংশগ্রহণ বাড়ছে ক্রমাগত। শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশ সরকারের একটি বড় অর্জন। এই অনন্য অর্জন এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। তিনি আরও বলেন শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল। এছাড়া নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। তিনি আরও বলেন প্রতিবছর কোটি কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে,যা পৃথিবীতে নজিরবিহীন। আগে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হতো আর এখন বছরের শুরুতে ১ জানুয়ারি ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে যাচ্ছে। এখন শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে বহুলাংশে এবং বাড়ছে উপস্থিতি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি আজ ২১ মার্চ সকালে রূপসার কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের সহধর্মিণী অধ্যাপক ফারহানা বিনতে আজিজ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদ হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, রূপসা থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক নকিব উদ্দীন আজাদ।
প্রধান অতিথির উদ্দেশ্য মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক খালেদ মাহমুদ।
জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকর প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন সমাজসেবক বাবলু কুমার আঁশ,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়,সরোজ কুমার হালদার,অমল কুমার শিকদার,মধুমঙ্গল মল্লিক, দীপ্তিশ্বর বিশ্বাস,সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন মিন্টু,বাশির আহম্মেদ লালু,সহকারী শিক্ষক খায়রুল জমাদ্দার,খান হুমায়ূন কবীর,আব্দুল কাদের জমাদ্দার,ইশারাত হোসেন,আফজাল হোসেন, গোবিন্দ প্রসাদ দাস,বিধান চন্দ্র রায়,লুবনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ শেখ,উৎপল দত্ত,হোসনেয়ার পারভিন হেনা,ফিরোজা বেগম, জুলফিকার আলী,আবুল হাসান ফারাজী প্রমূখ।
Leave a Reply