আবু জার গিফারী (কেশবপুর যশোর থেকে)
যশোর জেলা তথ্য অফিসের, ব্যবস্থাপনায় ১৬ আগস্ট, ২০২৩ বুধবার থেকে সপ্তাহ ব্যাপী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় জনসচেতনতামূলক সড়ক প্রচার, লিফলেট বিতরণ ও জনসম্পৃক্তকরণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে যশোর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নীলগঞ্জ ব্রীজ, সিটি কলেজপাড়া, বারান্দি বটতলা, সরদারপাড়া, মাঠপাড়া, নাথপাড়া, মালোপাড়া, মোল্ল্যাপাড়া, ঢাকা রোড, লোন অফিসপাড়া, উমেশ চন্দ্র লেন, কদমতলা ও খালধার রোডসহ শহরের বিভিন্ন জায়গায় প্রচার কার্যক্রম শুরু হয়েছে। উক্ত প্রচার কার্যক্রম বাস্তবায়ন, তদারকি ও জনসম্পৃকরণের দায়িক্ত পালন করেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় এ প্রচার কার্যক্রম আগামী ২৪ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলমান থাকবে।
Leave a Reply