মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে।আটককৃত যুবকের নাম মোঃ ইউসুফ আলী(৩৫)।সে ভোমরা ইউনিয়নের পদ্মা শাখা গ্রামের আবদার আলী গাজীর ছেলে। ডিবি পুলিশ জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান এঁর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার নচার্জ, জেলা গোয়েন্দা শাখা, তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই বিএম তইদুজ্জামান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পদ্ম শাখরা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ঐ যুবক কে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃত যুবকের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে।যাহার মামলা নং-৩০ , তারিখ- ২৩/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক)। ডিবির ওসি আরো জানান,আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আবু হুরাইরা রাসেল
নির্বাহী সম্পাদক অহিদুজ্জামান বিশ্বাস
বার্তা সম্পাদক সাকিবুল হাসান আপন
Copyright © 2024 দৈনিক খবরচিত্র. All rights reserved.