মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল মাঠে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পিকেএসপি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ফুটবল মাঠে ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ। ফুটবল ও ক্রিকেট খেলার প্রশিক্ষক আব্দুল কাদের কাননের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব হোসেন। পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, অন্যান্যের মধ্যে সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, আব্দুর রব পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply