দৈনিক খবর চিত্র ডেক্স।
গত ৫/২/২০২৩ তারিখে রাত ১০ঃ৩০ মিনিট সময় দৈনিক খবর চিত্র পত্রিকার কর্মরত সংবাদ কর্মী মোঃ আব্দুল হালিম প্রেসক্লাব থেকে নিজ বাসায় যাওয়ার পথে সাত আট জনের ১ দল সন্ত্রাসী বাইশা মোড় থেকে তাকে জোর পূর্বক সাদা মাইক্রোবাসে তুলে পার্শ্ববর্তী সরসকাটি নামক স্থানে মেরে গলায় এবং শরীরের বিভিন্ন স্থানের ধারালো ছুড়ি দ্বারা জখম করে রক্তাক্ত অবস্থায় মৃত মনে করে বাগানের ভিতর ফেলে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। কর্মরত চিকিৎসকের কথা বলে জানা যায় তার অবস্থা অনেক গুরুতর আমরা সাধ্যমত চেষ্টা করব । পরিবারের পক্ষে তার স্ত্রী বলেন থানাতে অভিযোগ করতে গেলে পুলিশ তার অভিযোগ নেয়নি। স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির দুর্নীতির বিষয়ে পত্রিকা প্রকাশের পর তার উপর হামলা হয়েছে বলে তার পরিবার ধারণা করছে।
এ ঘটনায় বিভিন্ন সংগঠনর তার ওপরে হামলার প্রতিবাদ এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
Leave a Reply