বিনোদন ডেস্ক
এবারের অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার জিতেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান। অস্কার অনুষ্ঠানে অংশ নিতে লস অ্যাঞ্জলসে পৌঁছেছিলেন ছবির অভিনেতা রামচরণ। সঙ্গে ছিলেন তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী উপাসনা কামিনেনি। অস্কারে পুরস্কার জেতার পর নিজের অনাগত সন্তানই সৌভাগ্য বয়ে এনেছে বলে মনে করছেন অভিনেতা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে এমনই মত প্রকাশ করলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ।
উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। আমার মনে হয়, আমাদের অনাগত সন্তানই এই সৌভাগ্য বয়ে এনেছে।
অভিনেতার স্ত্রী বলেন, আমি এখানে রামকে উৎসাহ দিতে এসেছি। আরআরআর পরিবারের একটা অংশ হিসাবে আজ এখানে রয়েছি। আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। হাত পা যেন কাঁপছিল। এটা সত্যিই অভাবনীয় সুন্দর একটা মুহূর্ত।
অস্কারের মঞ্চে উপস্থিত ছিল টিম আরআরআর। রাম চরণের সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর ও পরিচালক এসএস রাজমৌলি। রাম চরণ আর উপাসনা দুজনেই অস্কারের মঞ্চে একেবারে সাবেক সাজে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছিলেন। এদিন রামচরণের স্ত্রী উপাসনার পরনে ছিল ক্রিম রঙের সিল্ক শাড়ি। সঙ্গে মানানসই রুবির দুল আর মুক্তার নেকলেস। অন্যদিকে কালো রঙে ম্যাচিং কোট ও প্যান্টের সঙ্গে কালো কুর্তা ছিল রামচরণের পরনে।
২০২২-এ মুক্তি পেয়েছিল দক্ষিণের জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ব্লকব্লাস্টার ছবি ‘আরআরআর’। বলিউডের সিনেমা ছাড়িয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছিল রাজামৌলি পরিচালিত এই ছবি।
Leave a Reply