কচি মন গন্ধ গুমোট
নীড় হারা সব
তীব্র বেদনায় ক্ষত
শূন্যতায় বিদগ্ধ
দুরগন্ধময় জঞ্জাল
অপসারণে নিমগ্ন
প্রিয়ার প্রেমময় চুম্বনের অপেক্ষা
দুর্বৃত্তের কালো থাবায় ক্ষীণ
সহযোদ্ধা সতীর্থ মৃতঃ পঙ্গু নিখোঁজ পচা গলা লাশ, বাতাস ভারি শুঁক তারাদের কালো মুখ
হৃদয়ে ছবি আঁকে বিপ্লবের
চির কল্যাণের
পাল তোলা নায়ে রণতরী তেপান্তরের মাঠে
তবু হবে গুমোট গন্ধের তীরোধাণে লড়াই!
Leave a Reply