কেশবপুর থেকে।
কেশবপুর পৌর এলাকায় মশক নিয়ন্ত্রণে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্ন বিভাগ বৃহস্পতিবার বিকাল থেকে শহরের পুরাতন গরু হাট হতে এ কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম সম্পন্ন করা হবে।
পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্ম তালিকা অনুযায়ী স্প্রে’র কাজ পরিচালিত হবে। প্রতিদিন কর্ম তালিকা মোতাবেক কাউন্সিলরগণের সহযোগিতায় স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, হাউজ, সেফটি ট্যাংকি ও জঙ্গলে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পৌর মেয়র রফিকুল ইসলাম এ কার্যক্রমে সহযোগিতা করতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
Leave a Reply