আবু হুরাইরা রাসেল, কেশবপুর থেকে।
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যাটট্রিক মিল নিয়ে দুই মায়ের অপারেশন সম্পন্ন হয়েছে
কাকতালীয়ভাবে হলেও ব্যাপারটি সত্য
চমকপ্রদ বিষয় হচ্ছে সিজারিয়ান সেকশন হওয়া দুইজন মায়ের নামই উর্মি , বয়স এবং রক্তের গ্রুপ নেগেটিভ সবই এক।
প্রথম অপারেশন শেষে যখন দ্বিতীয় অপারেশন চলে তখন দ্বিতীয় রোগী বলে ” আমরা দুইজন আগে থেকে পরিচিত, আমাদের বাপের বাড়ি একই গ্রামে”! এক সাথে এতো কিছু মিলে যাওয়াটা কাকতালীয়ই বটে!!
নেগেটিভ গ্রুপ যুক্ত এমন অপারেশন পূর্ন সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সম্পন্ন করেন গাইনি কনসালট্যান্ট ডা আয়েশা আক্তার, ডা. মো : জহিরুল হক, মেডিকেল অফিসার জি এম এস কে ডালিম ও হাসপাতালের ডেডিকেটেড ওটি টিমের সদস্যরা। গতকাল ১২ মার্চ হওয়া একটা ওটি এসিস্ট করেন ডা. তামান্না জান্নাত।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর বলেন বিষয়টি অবাক করার মতো হলেও আমাদের চিকিৎসক দল
সফলতার সাথে অপারেশন সম্পন্ন করেছে
দুইজন মা ও দুই সন্তান সকলেই সুস্থ আছে।
Leave a Reply