রাশেদুল ইসলাম
রক্ত দান করি, সুস্বাস্থ্য পৃথিবী গড়ি”এ প্রতিপাদ্যে
বিশ্ব রক্তদাতা দিবস ১৪ই জুন -২০২৩ইং উপলক্ষ্যে ১৪জুন (বুধবার) সকাল দশটায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সামাজিক সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালী, ড্রীম লাইট অব হেল্প সেন্টার, আলোর দিগন্ত মানব কল্যাণ সংগঠন এবিও ব্লাড ফাউন্ডেশন এবং নিঝুম ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায়”বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে শতাধিক রক্ত দাতা সদস্যরা অংশ গ্রহন করেন।
নিরাপদ রক্ত নিশ্চিতকরণ ও স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ দিতেই ২০০৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
এ সময় বর্ণাঢ্য র্যালিটি ডিসি অফিসের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রেস ক্লাব এ অবস্থান করে। এক আলোচনা সভায় পরিপূর্ণ হয়।
এই সময় প্রতিবেদক কে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন -আগামীতে নোয়াখালীবাসী সহ সকল জেলার জন্য রক্তদান নিয়ে আরো কার্য বাড়িয়ে তুলবো এবং সকল কে মানবিক কাজে জড়িত করার উদ্যোগ চলমান রাখার অনুরোধ জানাচ্ছি। আমরা প্রতিবছর নোয়াখালীতে বিভিন্ন মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে সাহায্য করে আসছি। আমরা ভবিষ্যতে ও ইনশাআল্লাহ রক্ত দান করে মানুষের পাশে দাঁড়াবো।
এই সময় উপস্থিত ছিলেন – আয়োজক সংগঠন এর দুর্জয় ভৌমিক ( বন্ধু মহল), হাবিবুর রহমান (এবিও ), মো:হোসাঈনুল বাসার সিয়াম( ড্রিম লাইট) , ফখরুল ইসলাম (আলোর দিগন্ত) সহ প্রমুখ।
এছাড়া বিশেষ ভাবে অংশ নিয়েছে নোয়াখালী ব্লাড ফাইটার্স,মানবিক ব্লাড ফাউন্ডেশন, জাগ্রত একতা যুব সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ লাখ ব্যাগ রক্ত ও রক্তের উপাদানের চাহিদা রয়েছে। আর জীবন বাঁচানোর জন্যে সামাজিক সংগঠন গুলো এ পর্যন্ত সরবরাহ করেছে ১৫ লাখেরও বেশি ইউনিট রক্ত ও রক্তের উপাদান
Leave a Reply