আবু হুরাইরা রাসেল , কেশবপুর প্রতিনিধি।
যশোরের কেশবপুরে বুধবার আরও ১০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরা হলেন ব্রাহ্মণ ডাঙ্গা গ্রামের কেসমত আলী খাঁ এর স্ত্রী রাহেলা বেগম (৭৫),মনিরামপুর উপজেলার গৌরীপুর নেঙ্গুড়া গ্রামের মৃত আরজান গাজীর ছেলে নুর ইসলাম(৫০),
শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা গ্রামের আব্দুল জব্বার এর ছেলে হাফিজুর রহমান (৩৩), মনিরামপুর উপজেলার আনোয়ার হোসেনের কন্যা সামিয়া (৫),দেউলী শিকারপুর গ্রামের দেবুল দাসের স্ত্রী মালা দাসী (৪৫), একই গ্রামের সনাতন দাসের ছেলে দেবুদাস (৫০) কেশবপুরে আজির ছেলে মেজর আলী (৪৬),ভোগতির গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সবুজ (২৮),
কেশবপুর চিংড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী নিলিমা(৩০),গোফসানা গ্রামের
গোলাম মোড়লের স্ত্রী ফারজানা (২৫)
১০জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কেশবপুরে গ্রামাঞ্চল ও পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুরের বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে স্বাস্থ্যের অবনতি হলে ৭জনকে স্থানান্তর করা হয়েছে এর ভিতর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।
ডেঙ্গু রোগের এই তথ্য নিশ্চিত করেছেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
মোঃ আলমগীর।
Leave a Reply