কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ার সকলের সুপরিচিত একটি নাম হলো পল্লী চিকিৎসক শ্যামল কুমার ভঞ্জ। আমরা যতটুকু তার নিকট হতে জানি এবং চিনি, তিনি কখনো কাউকে চিকিৎসা করে কোন টাকা চেয়ে নেননি।সবাই খুশি হয়ে যেটা দেন, সেটাই তিনি রাখেন।তাছাড়াও পাঁজিয়ার সকল সামাজিক, সাংস্কৃতিক এবং খেলা ধূলার উন্নয়নে সকলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।
আজ সেই প্রিয় শ্যাম দাদার ছোট কন্যা অনুশিখার জন্য সকলের নিকট প্রার্থনা এবং সহযোগিতার আবেদন করছি বিনয়ের সাথে। অনুশিখা Acture Intermittent porphyria রোগে আক্রন্ত হয়ে হাযদ্রাবাদ Icu তে চিকিৎসাধীন রয়েছে। যে ঔষধটি প্রয়োজন সেটি এশিয়া মহাদেশের বাইরে থেকে আনতে হচ্ছে। যেকারনে এই মুহূর্তে তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের সাহায্যের প্রয়োজন । বিকাশ নং 01979215975
তাই সকলকে এই মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে আবেদন করছি।
Leave a Reply