আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
খুলনার ফুলতলার উপজেলার ফুলতলা থেকে প্রকাশিত “দৈনিক ফুলতলা প্রতিদিন” পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ২ ই মার্চ শনিবার বেলা ১১ টায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুমন সরদারের সভাপতিত্বে এবং রেজোয়ান হোসেন রাজার সঞ্চালনায় ফুলতলার দামোদরস্থ ভৈরব নদের তীরে মনোরম পরিবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজিব ভুঁইয়া ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন রাজিব ভুঁইয়া (সিআইপি)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুন্না, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, দৈনিক তথ্যের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক নজরুল ইসলাম মল্লিক,ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরিদাস, সিআইএন টিভির সম্পাদক আবু হামজা বাঁধন, ফুলতলা প্রতিদিনের সহকারী সম্পাদক তরিকুল ইসলাম টলার,বার্তা সম্পাদক শাহীন আহমেদ,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শিহাব উদ্দিন রুবেল, নব বাণীর বার্তা সম্পাদক শাহাদাত হোসেন । আরো বক্তব্য রাখেন যশোর প্রতিনিধি নাসিম রেজা, অভয়নগর প্রতিনিধি মোঃ আমিনুর রহমান, ডুমুরিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম নয়ন,স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম ,ফুলতলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান।
এছাড়াও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তারপর দুপুরের ভোজনের পর ভৈরব নদের মাঝে নৌকায় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।এবং বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply